দেশাত্মবোধের মোড়কেই শুরু ১৭ তম আইপিএল। শুক্রবার চেন্নাইয়ের চিপকে এ.আর রহমান, সোনু নিগমদের গলায় ‘মা তুঝে সালাম’ থেকে ‘বন্দে মা তরম’, মোহিত চৌহানের কণ্ঠে ‘দিল্লি 6’ এর নস্টালজিয়া। এর সঙ্গে ‘বোধনে’ প্রাপ্তি খিলাড়ি অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের ধামাকাদার যুগলবন্দী।
বর্ণময়তায় এবারের IPL এর উদ্বোধন কার্যত টেক্কা দিল অতীতকে। অনুষ্ঠানের মধ্যেই, গ্রাফিক্সের খেলা দেখল ভারতবাসী। নির্বাচনী আবহে চেন্নাইয়ের মাঠ থেকে শুরু হল ‘মিলিয়ন ডলার বেবি’র স্যুইট ১৭ হওয়ার জার্নি।
Mithun Chakraborty: কানকো তুলে মাছ কিনছেন 'মহাগুরু', ব্যাপারটা কী ?
ধোনি বনাম বিরাট। উদ্বোধনী ম্যাচে দুই তারকার লড়াই দেখতে শুভ মুক্তিতেই হাউজফুল চিপক। আগামী কয়েকদিন ভোট উত্তাপের মধ্যেই চলবে IPL মহারণ, ইঙ্গিত যা তাতে ১৯ এপ্রিল নির্বাচনের প্রথম দফার আগেই হয়ত শুরু হয়ে যাবে IPL এর দ্বিতীয় পর্ব।