IPL মুডে কলকাতা। শনিবার ঘরের মাঠে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। সন্ধে ৮টা শুরু ম্যাচ। আর সপ্তাহান্তে এই ম্যাচ দেখতে দুপুর থেকেই ইডেনমুখী ক্রিকেট প্রেমীরা।
সেজে উঠেছে ইডেন
ইতিমধ্যে KKR-এর বিভিন্ন ব্যানার ও কাটআউট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ইডেন চত্বর। পছন্দের দলের জার্সি পরে সকাল থেকেই ভিড় জমিয়েছেন ভক্তরা। শুধু কলকাতা নয়, ভিন জেলা থেকেও অনেকে খেলা দেখতে এসেছেন। দলের প্রথম খেলা দেখতে শনিবার ইডেনে উপস্থিত থাকবেন শাহরুখ খান। তাই উত্তেজনাও দ্বিগুন।
অতিরিক্ত মেট্রো
এদিকে নাইটদের খেলা থাকার জন্য অতিরিক্ত মেট্রো চলবে শনিবার। রাত ১২টা ১৫ নাগাদ এসপ্লানেড মেট্রো থেকে ছাড়বে দুটি বিশেষ মেট্রো। যার মধ্যে একটি পৌঁছবে দক্ষিণেশ্বর এবং অন্যটি যাবে কবি সুভাষ।
পাশাপাশি ইডেনের ম্যাচের জেরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ইডেন, বাবুঘাট, ধর্মতলা চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও নিরাপত্তা জোরদার করতে সাদা পোশাকের পুলিশও রয়েছে বিভিন্ন এলাকায়।