ইডেন গার্ডেন্সে আরসিবি-কে এক রানে হারিয়ে বড় রানরেট নিয়ে দুই নম্বরে উঠে এলেন শ্রেয়স আইয়াররা। ম্যাচের সেরা ক্রিকেটার হলেন আন্দ্রে রাসেল। তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। দীনেশ কার্তিককে ওই সময় না ফেরালে, খেলার মোড় ঘুরে যেতে পারত। ম্যাচের পর ওই সময় কী হয়েছিল, জানালেন রাসেল।
ইডেনে এই ম্যাচে প্রত্যেক মুহূর্তে ম্যাচের রাশ বদলেছে দুই দল। রাসেলের মতে, "কঠিন সময় বল করতে গিয়েছিলাম। জানতাম, ভাল কিছু হবে। লেনথ বল, স্লোয়ার কাটার, চেষ্টা করেছিলাম। দুজন সেট ব্যাটসম্যান আউট হয় সেই সময়। যাতে খেলা ঘুরে যায়। কার্তিককে ওভারের ৬টি বলই করতে চেয়েছিলাম।
এদিন কেকেআরের হয়ে ২০ বলে ২৭ রান করে অপরাজিত ছিলেন রাসেল। তাঁর বোলিংয়েই কার্যত আটকে যায় আরসিবি। ৩ ওভারে ২৫ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন তিনি।