IPL-এর ইতিহাসে সবচেয়ে একতরফা ফাইনাল দেখা গেল রবিবার। জয়ের পরে বিজয়ী KKR-এর জন্য শুভেচ্ছাবার্তার ঢেউ বিভিন্নমহল থেকে। অন্যদিকে, তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে পরাজিত সানরাইজার্স হায়দরাবাদকে। এমন দুর্দান্ত ব্যাটিং লাইন-আপ নিয়ে এত কম রান কেন তুলল তাঁর দল, তার ব্যাখ্যা দিয়েছেন হায়দরাবাদের সহকারি কোচ সাইমন হেলমট। তাঁর কথায়, 'কয়েকটা ভাল ডেলিভারিই সব শেষ করে দিল'।
স্টার্ক, রাসেল, হর্ষিত রানাদের বোলিং-এর দাপটে মাত্র ১১৩ রানে শেষ হয়ে যায় হায়দরাবাদ ইনিংস। জবাবে কেকেআর রান তুলে নিল ১০.৩ ওভারে। হাতে তখনও ৮ উইকেট। কম রানের পুঁজি সত্ত্বেও অর্ধশতরান করে ফেললেন বেঙ্কটেশ আয়ার। মরসুমে কেকেআরের সেরা বোলার বরুণ চক্রবর্তীকে মাত্র দু’ওভার হাত ঘোরাতে হল!
সাইমন হেলমট বলেন, 'আমরা এই হারের ফলে আমাদের ব্র্যান্ড বদলানের কোনও কারণই দেখছি না। আগ্রাসন দরকার অবশ্যই। তবে, তার সঙ্গে প্রয়োজন বুদ্ধির সচেতন প্রয়োগ এবং সময় বুঝে তা ব্যবহার করাও। আমরা মাঠে নেমেছিলাম অত্যন্ত ইতিবাচক ভঙ্গি নিয়েই। কিন্তু, কখনও কখনও এমন দিন আসে না, যখন কোনও কিছুই ঠিক হয় না। আজ ছিল তেমনই একটা দিন আমাদের জন্য। কেকেআর-এর কয়েকটা ভাল ডেলিভারিই সব শেষ করে দিল'।