চেন্নাই থেকে নতুন বাতাস নিয়ে কলকাতায় ফিরছেন চ্যাম্পিয়ন নাইটরা। তাঁদের শুভেচ্ছা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তৃতীয়বার চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ শেষ হতেই শাহরুখ খান অ্যান্ড কোম্পানিকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিপকে ম্যাচ শেষ হতেই নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি দলের সব ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং ফ্র্যাঞ্চাইজিকে এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। উল্লেখ্য, ২০১২ থেকে ২০২৪, এর মধ্যে তিনবার কলকাতা আইপিএল চ্যাম্পিয়ন। তিনবারই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বেশ কয়েক বছর আগের কথা। দিল্লিতে একটি টেলিভিশন শোয়ে হাজির ছিলেন নাইটদের কিং শাহরুখ খান। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি দিল্লির বাসিন্দা, মুম্বই তাঁর কর্মস্থল, তারপরেও কেন তিনি কলকাতা থেকে ক্রিকেট দল তৈরি করলেন ? খুব ছোট্ট উত্তরে শাহরুখ জানিয়েছিলেন, কারণ তাঁর কাছে মমতা আছেন। চিপকে চ্যাম্পিয়ন হওয়ার রাতে, শাহরুখের এই উত্তর যেন আরও একবার প্রাসঙ্গিকতা পেল।
এদিন হায়দরাবাদের বিরুদ্ধে ৫৭ বল ও আট উইকেট হাতে রেখে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ব্যাটে-বল অলরাউন্ড পারফরম্যান্স করে তৃতীয় বার কাপ নিয়ে কলকাতায় ফিরছেন নাইটরা।