লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ দিকে ব্যাটিং ঝড় মহেন্দ্র সিং ধোনির। গোটা ইনিংস ভাল বল করে লখনউ। ৩ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন ক্রুনাল পান্ডিয়া। কিন্তু শেষ দিকে ধোনির ইনিংসে পার্থক্য তৈরি হয়ে যায়। ঘরের মাঠে লখনউকে ১৭৭ রানের টার্গেট সিএসকের।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। মহসিন খানের ডেলিভারিতে প্রথম বলেই ফেরেন ওপেনার রচিন রবীন্দ্র। ২৪ বলে ৩৬ রান করেন অজিঙ্কা রাহানে। ১৭ রান করে ফেরেন রুতুরাজ গাইকোয়াড়। এরপরই খেলা ধরে নেন রবীন্দ্র জাদেজা। ৪০ বলে ৫৭ রান করেন তিনি। ২০ বলে ৩০ রান মইন আলির। ৯ বলে ২৮ রান করে শেষ দিকে ১৭০ রানের গণ্ডি পার করেন মহেন্দ্র সিং ধোনি।
লখনউর হয়ে ক্রুনাল ছাড়াও একটি করে উইকেট পান মহসিন খান, যশ ঠাকুর, রবি বিষ্ণোই ও মার্কাস স্টয়নিস।