রবিবার আইপিএলে বড় ম্যাচ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস। দুই দলই প্লে-অফের জন্য নামবে। এই মরশুমের টানা কয়েকটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় রাজস্থান রয়্যালস। টানা ২ ম্যাচ হেরে দুইয়ে নেমে গিয়েছে টিম। এই ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করতে চায় রাজস্থান।
এদিকে শেষ ম্যাচে ব্যর্থ চেন্নাই সুপার কিংসের টপ অর্ডার। রান পাননি অজিঙ্কা রাহানে ও রাচিন রবীন্দ্র। রানে নেই শিবম দুবেও। অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড়ের তাই চিন্তা থাকছে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাটিং লাইন আপে পরিবর্তন করতে পারে চেন্নাই। এদিকে ফর্মে ফিরেছেন ড্যারিল মিচেল ও মইন আলি। প্রথম একাদশ কী হবে, তার দিকে নজর থাকবে।
এদিকে টানা ২টি ম্যাচে হেরে শেষ মুহূর্তে ছন্দ হারিয়েছে রাজস্থান রয়্যালস। চেন্নাই ম্যাচে জয় পেতে বদ্ধপরিকর টিম। ওপেনার যশস্বী রাননি এই মরশুমে। অধিনায়ক সঞ্জুর ব্যাটিং ভরসা জস বাটলার, রিয়ান পরাগ, শুভম দুবে ও রভমান পাওয়েল। এদিকে ফর্মে ফিরতে পারেন ট্রেন্ট বোল্ট, আবেশ খান,যুজভেন্দ্র চাহাল। সেটাই প্রত্যাশা অধিনায়ক সঞ্জুর।