আইপিএল কেরিয়ারে আট হাজার রান। মাথায় অরেঞ্জ টুপি। এই সব আবার অতীত। ১৭ বছর পরেও তাঁর ঘরে এল না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। গত বছর চিন্নাস্বামীতে তাঁর শতরান ম্লান করে দিয়েছিলেন শুভমন গিল। আর এবার আমেদাবাদে বিরাটের মুখ থেকে হাসি কেড়ে নিয়ে গেলেন রিয়ান পরাগ। দোসর সিমরন হেটমায়ার।
বেঙ্গালুরুর ১৭২ রানে, তাঁর অবদান ছিল মাত্র ৩৩। কিন্তু এই রান করে কী রাজস্থানকে থামানো সম্ভব ? থামাতে পারলেন না বিরাট। গ্যালারিতে বসে অনুষ্কা। গতবারও ছিলেন। কিন্তু তাতে চিত্রনাট্যে কোনও বদল হল না। এবার মন ভাঙল। আইপিএল সেই অধরাই থেকে গেল।
তাই ম্যাচ শেষে অধিনায়ক ডুপ্লেসি জানালেন, বিরাটের জন্য তাঁর কষ্ঠ হয়। কারণ, গত দু বছরে বন্ধুকে তিনি আইপিএল দিতে পারলেন না। কী করা যাবে, মোক্ষম সময়ে যে টসটাই হেরে গিয়েছিল বেঙ্গালুরু।