মিচেল স্টার্ক ঠিক গিরগিটির মতো। সম্প্রতি এই ভাবেই কেকেআর ক্রিকেটারকে আক্রমণ করেছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রাম। আইপিএল চ্যাম্পিয়ন হয়ে আক্রমের এই সমালোচনাকে আমলই দিতে চাইলেন না মেন্টর গৌতম গম্ভীর। সম্প্রতি এক স্পোর্টস পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর জানিয়েছেন, সবসময় সমালোচকদের কথায় কান দিলে চলবে না। কারণ, শূন্য করলে তাঁরা সমালোচনা করবেন। আবার সেঞ্চুরি করলে তাঁরাই প্রশংসা করবেন। তাই সবসময় সমালোচকদের কথায় কান দিতে নেই।
এই মরশুমে ২৪.৭৫ কোটি টাকার বিনিময়ে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কেকেআর। গোড়ায় দিকে ভারতের মাটিতে সাদা বলে তেমন একটা সুবিধা করতে পারেননি স্টার্ক। প্রথম বেশ কয়েকটি ম্যাচে উইকেট নয়, তাঁর হাত থেকে জলের মতো বেরিয়েছিল রান। সেই সময় তাঁকে গিরগিটি বলে সমালোচনা করেছিল আক্রাম।
কিন্তু চিপকে প্রথম স্পেলেই ফাইনাল কলকাতার ঘরে তুলে দিয়েছিলেন স্টার্ক। বাকি কাজটা করেছিলেন রাসেল এবং রানা। তাই ওই সাক্ষাৎকারে গম্ভীর জানিয়েছেন, শুরু থেকেই স্টার্কের উপর আস্থা দেখিয়েছিল দল। মনে রাখতে হবে দুটি ফরম্যাটেই বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে স্টার্কের। আর সেটাই কাজে এসেছে টুর্নামেন্টের আসল সময়ে।