ভারতীয় দলের কোচ হবেন গৌতম গম্ভীর? বেশ কয়েকদিন ধরেই এমন জল্পনা চলছে ভারতীয় ক্রিকেটের অন্দরে। রবিবার কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করার পর সেই জল্পনা আরও তীব্র হয়েছে। মেন্টরের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই ১০ বছরের খরা কাটিয়ে কেকেআরকে ট্রফি জিতিয়েছেন গম্ভীর। আর, তারপরই বিসিসিআই সচিব জয় শাহর সঙ্গে তাঁকে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায়।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে টিম ইন্ডিয়ার। জানা গিয়েছে, নতুন করে চুক্তি করার ব্যাপারে আগ্রহী নন দ্রাবিড়। ইতিমধ্যেই নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে বিসিসিআই। সেখানে আবেদন করার শেষ তারিখ ২৭ মে, সোমবার।
শুধু জয় শাহই নন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিন্নির সঙ্গেও কথা বলতে দেখা যায় গম্ভীরকে। একসঙ্গে ছবিও তোলেন। ওয়াকিবহালমহলে এখন একটাই জল্পনা, তা হলে কি গম্ভীরের কোচ হওয়ার কথাবার্তা আরও খানিকটা বাড়ল? এর আগে অস্ট্রেলিয় কোচের নাম নিয়ে জল্পনা ছিল। জয় শাহ সম্প্রতি জানিয়েছেন, BCCI কোনও অস্ট্রেলিয়কে কোচিংয়ের জন্য প্রস্তাব দেননি।