আফগানিস্তানের হাসপাতালে অসুস্থ মা। তবুও দেশে না ফিরে ফাইনালে চেন্নাইয়ে দলের সঙ্গে যাচ্ছেন নাইট ক্রিকেটার রহমতুল্লা গুরবাজ। আমেদাবাদে ম্যাচ শেষে গুরবাজ একটি পোস্ট করেছেন। সেখানে লিখেছেন, তাঁর মা এখনও অসুস্থ। হাসপাতালে রয়েছেন। রোজ কথা হচ্ছে। মা তাঁকে দেখতে চাইছেন। কিন্তু কলকাতার স্বার্থে দেশে ফেরা হচ্ছে না। কারণ, দল তাঁকে এই সময় বেশি করে চায়।
জাতীয় দলের হয়ে খেলতে দেশে ফিরে গিয়েছেন ইংলিশ ক্রিকেটার ফিল সল্ট। তাঁর বদলি হিসাবে প্রথম নকআউটে দলে সুযোগ পেয়েছেন গুরবাজ। সুনীল নারিনের সঙ্গে হায়দরাবাদের বিরুদ্ধে ওপেন করেছেন তিনি। ব্যাটে বেশি রান না পেলেও, এই আফগান ক্রিকেটার আশাবাদী ফাইনালে বড় রানের।
রবিবার আইপিএলের ফাইনাল। কলকাতার মিশন চেন্নাই। তিন বছর পর ফাইনাল খেলবে কেকেআর। নাইটদের সামনে ১২ বছর পর কাপ জয়ের হাতছানি। গুরবাজের দাবি, নাইটদের কাপ জিতিয়েই তিনি দেশে ফিরবেন। দেখা করবেন মায়ের সঙ্গে।