সেই বিষণ্ণতা। সেই ট্রফি অধরার রাখার কাহিনি। বেঙ্গালুরু থেকে আমেদাবাদ। বছর ঘুরে গেল, কিন্তু বেঙ্গালুরুর আইপিএল ভাগ্যে কোনও পরিবর্তন হল না। এবার মেয়েরা আরসিবিকে ট্রফি এনে দিয়েছিল। কিন্তু ছেলেরা সেই ব্যর্থ। রিয়ান পরাগ এবং সিমরন হেটমায়ারের ব্যাটে এবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দৌড় শেষ হয়ে গেল বিরাট কোহলির। মাথায় রয়ে গেল শুধু অরেঞ্জ টুপি। আরসিবিকে চার উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দরাবাদের মুখোমুখি রাজস্থান রয়্যালস। চিপক ম্যাচের আগে চওড়া হাসির সঞ্জুর মুখে।
টার্গেট ১৭৩। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রাজস্থান শুরুটা যে খুব ভাল করেছিল এমন নয়। বাটলার নেই। তাঁর শূন্যস্থান স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে রাজস্থানের টপ অর্ডারে। রান তাড়ার ম্যাচে হাফ সেঞ্চুরি মাঠে রেখে এলেন যশস্বী। অধিনায়ক সঞ্জুর অবদান মাত্র ১৭।
দল ধুঁকছে। এখান থেকে ব্যাট ধরলেন রিয়ান পরাগ। অসমের এই ক্রিকেটার ফের প্রমাণ করলেন টি-টোয়েন্টির বিশ্বকাপ দলে তাঁর জায়গা পাওয়া উচিত ছিল। সিমরন হেটমায়ারকে সঙ্গে নিয়ে ডুপ্লেসিদের গ্রাস থেকে ম্যাচ বার করলেন এই ভারতীয় ক্রিকেটার। তাঁরা কেউই ফিনিশ করতে পারেননি।
বরং রাজস্থানের জয়কে আরও সহজ করে দিলেন কিউই পেসার লকি ফার্গুসন। একওভার আগে ম্যাচ শেষ করে দিলেন আরসিবির এই বোলার। তাঁর এক ওভারে ১৪ রান নিয়ে রাজস্থানকে কোয়ালিফায়ারে তুললেন রোভমান পাওয়েল।
এদিন প্রথমে ব্যাট করে আট উইকেটে ১৭২ রান করেছিল আরসিবি। এই ম্যাচেই আইপিএল কেরিয়ারে আট হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি। নজির গড়েও তিনি আউট হলেন ৩৩ রান করে। তৃতীয় আম্পায়রের ভুল সিদ্ধান্তে প্রাণ পেয়ে কাজে লাগাতে পারলেন না দীনেশ কার্তিক। রাজস্থানের হয়ে ৪৪ রান দিয়ে তিন উইকেট আবেশ খানের।