তিরন্দাজি বিশ্বকাপে ফের সোনা ভারতের। অলিম্পিক্স চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ভারতীয় তিরন্দাজিতে ইতিহাস তৈরি করলেন ধীরজ বোম্মাডেভারা, তরুণদীপ রাই এবং প্রবীণ যাদব। এই নিয়ে তিরন্দাজি বিশ্বকাপে ভারতের ঝুলিতে এল মোট পাঁচটি সোনা।
শনিবার চারটি সোনা এসেছিল পুরুষ, মহিলা দল, মিক্সড এবং ব্যক্তিগত ইভেন্টে। রবিবার আরও একটি সোনা নিয়ে এল ভারতের রিকার্ভ দল। এদিন ভারত ৫-১ জিতেছে ( ৫৭-৫৭, ৫৭-৫৫, ৫৫-৫৩)। এখনও পর্যন্ত পাঁচটি সোনা ছাড়াও একটি রুপো এবং ব্রোঞ্জ জিতেছে ভারত।
আরও পড়ুন - মাত্র ৮ রান করেই, কোহলিকে টপকে গেলেন রোহিত! দিল্লির বিরুদ্ধে নয়া রেকর্ড হিটম্যানের