চলতি আইপিএলের পয়েন্ট তালিকায় একেবারে শেষে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এহেন পরিস্থিতিতে ম্যাচ জিততে আইপিএলের পরবর্তী ম্যাচে ১১ জন ব্যাটার নিয়ে বেঙ্গালুরুকে মাঠে নামার পরামর্শ দিলেন বিশ্বজয়ী ভারতের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
সোমবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরু বনাম হায়দরাবাদের ম্যাচ ছিল। ওই ম্যাচে ২৮৭ স্কোর করে হায়দরাবাদ। যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান। হায়দরাবাদে ঝোড়ো ব্যাটিংয়ের সামনে রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়ে বেঙ্গালুরু। দলের এহেন অবস্থা দেখে কোহলিকে বল করতে দেওয়ার রব তোলেন ভক্তরা।
আরও পড়ুন - বাদশার বুকে বাটলার, ইডেনে ভাইরাল ছবি
এবার এই একই কথা শোনা গেল প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মুখেও। তাঁর কথায়, বেঙ্গালুরু ১১ জন ব্যাটারকে নিয়ে প্রথম একাদশ সাজানো উচিত। ব্যাটাররা যদি বল করে সেক্ষেত্রে বেশি রান পাবে না প্রতিপক্ষ।