আইপিএলের ইতিহাসে এই প্রথম। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার নজির গড়ল কলকাতা নাইট রাইডার্স। বুধবার রাজস্থান রয়্যালস হেরে যাওয়ায় আইপিএলের পয়েন্ট তালিকার এক নম্বরেই রইল কলকাতা।
কলকাতা ইতিমধ্যেই ১৩টি ম্যাচ খেলে ফেলেছে। শ্রেয়স আইয়ারদের প্রাপ্ত পয়েন্ট ১৯। রাজস্থান ১৩ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট পেয়েছে। বুধবার রাজস্থান না হেরে গেলে সঞ্জু স্যামসনদের কাছে সুযোগ ছিল কলকাতাকে টপকে যাওয়ার। কিন্তু সেটা না হওয়ায় পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়ে গিয়েছে কলকাতা। এমনকি কলকাতা আগামী ম্যাচে হারলেও আর কোনও দলের কাছে কলকাতাকে টপকে যাওয়ার সুযোগ নেই।
আরও পড়ুন - জাতীয় ফুটবল থেকে অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, কলকাতাতেই শেষ ম্যাচ