শনিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্লে-অফে নিজেদের জায়গা পাকা করতে মরিয়া দুই দল। এমন গুরুত্বপূর্ন ম্যাচের আগে আচমকাই প্রতিপক্ষ বেঙ্গালুরু শিবিরে হাজির হলেন মহেন্দ্র সিং ধোনি। ব্যাপারটা কী?
আসলে, লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে বেঙ্গালুরু পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস। বৃহস্পতিবার দু'দলেরই অনুশীলন ছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেই প্র্যাকটিস ম্যাচের পরেই বিরাটদের সাজঘরে পৌঁছে যান মাহি। তাঁকে স্বাগত জানান সকলে। প্রতিপক্ষের সঙ্গে চা পান করার পাশাপাশি গল্পেও মেতে ওঠেন মাহি। যে ভিডিয়ো ইতিমধ্যেই মন কেড়েছে দুই দলের অনুরাগীদের।
আরও পড়ুন - টি২০ বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশিত, ক'টা ম্যাচ খেলবে ভারত ?