সদ্য আইপিএল শেষ হয়েছে। এরমধ্যেই আইপিএলের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে বিসিআইয়ের রিটেনশন পলিসি। আর এই পলিসির জেরে কার্যত চাপে পড়তে চলেছে চলতি আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
আগামী আইপিএলের আগে হবে মেগা নিলাম। আর মেগা নিলামে এই রিটেন পলিসি জারি থাকলে মাত্র চারজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে যে কোনও দল। ফলে বাকি প্রায় সব ক্রিকেটারকে ছেড়ে দিতে হবে দলগুলিকে। যার জেরে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো প্লেয়ারদের দল অদল-বদল হয়ে যেতে পারে। আর এর ফলেই চিন্তায় পড়েছে দলগুলি।
দলগুলি বিসিসিআইয়ের ৩+১ রিটেন পলিসি চাইছে না। এমনটাই হয় প্রতি বছর। কিন্তু বর্তমানে দলগুলি চাইছে ৪এর বদলে ৬ কিংবা ৮ জনকে রাখা জেতে পারে। কারণ বার বার প্লেয়ারদের দল পরিবর্তনের ফলে পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে। যদিও এই পলিসিতে নারাজ বিসিসিআই। বোর্ডের ধারণা এই পলিসিতে নিলামের জৌলুস কমে যেতে পারে।