বৃহস্পতিবার জয়পুরে পরাগ ঝড়ে উড়ে গিয়েছে দিল্লি । ৪৫ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে রাজস্থান রয়্যালসকে জয়ের আসনে বসিয়ে ম্যাচের সেরা পরাগ । কিন্তু, জানেন কি তিনদিন আগেও বিছানা থেকে উঠতে পারছিলেন না রিয়ান পরাগ । খুবই অসুস্থ ছিলেন । ম্যাচ শেষের পর আসল সত্যিটা জানালেন রাজস্থানের তারকা ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে রিয়ান জানান, ম্যাচের আগে টানা তিনদিন তিনি বিছানা ছেড়ে উঠতে পারেননি। পেইন-কিলার খেতে হচ্ছিল তাঁকে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামার মতো শারীরিক পরিস্থিতি ছিল না । একপ্রকার মনের জোরেই মাঠে নেমেছিলেন । তারপরেও এরকম একটা বিধ্বংসী ম্যাচ উপহার দেবেন, ভাবতে পারেননি কেউই । রিয়ান জানিয়েছেন, এমন ইনিংস খেলতে পেরে তিনি খুবই খুশি ।
ম্যাচ চলাকালীন রিয়ানের মা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন । সেই বিষয়ে রাজস্থান তারকা ব্যাটার বলেন, 'আবেগ অনেকটা নিয়ন্ত্রণে। মা এখানে উপস্থিত রয়েছেন। উনি দেখেছেন গত ৩-৪ বছরে কতটা কষ্ট করতে হয়েছে।' রিয়ানের প্রশংসা করেছেন অধিনায় সঞ্জু স্যামসনও । তিনি বলেন, 'গত কয়েক বছর ধরে রিয়ান পরাগের নাম উঠে আসছে । আমি যেখানেই যাই, মানুষ আমাকে তাঁর সম্পর্কে জিজ্ঞাসা করে ।'