টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পনেরোয় জায়গা পাননি রিঙ্কু সিং। তাঁকে রিজার্ভ প্লেয়ারের তালিকায় রাখা হয়েছে। এই অবস্থায় কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার রিঙ্কু সিংয়ের পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
বিশ্বকাপে রিঙ্কুর সুযোগ না পাওয়ার বিষয় নিয়ে সৌরভ বলেন,'ওয়েস্ট ইন্ডিজের বড় মাঠে চার স্পিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে দল আরও একজন স্পিনার নিয়ে যেতে চায়, সেই কারণেই রিঙ্কুকে প্রথম পনেরোয় নেওয়া সম্ভব হয়নি। তবে, রিঙ্কু সিং সবে শুরু করেছে। অনেক দূর যাবে।'
আরও পড়ুন - টেস্ট ক্রিকেটে বিশ্বসেরা নয় ভারত, রোহিতদের টপকে 'ফার্স্ট বয়' কারা?
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের নিয়মিত খেলোয়াড় রিঙ্কু সিং। এই পর্যন্ত মোট ১৫টি ম্যাচে ৩৫৬ রান করেছেন রিঙ্কু। কিন্তু আইপিএলে একেবারেই ছন্দে নেই রিঙ্কু। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা বনাম মুম্বই ম্যাচেও তাঁর ব্যাটে রান আসেনি। মাত্র ৯ রান করেই ডাগআউটে ফেরেন রিঙ্কু।