ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ফর্মে ছিলেন, কিন্তু আইপিএলে সে ভাবে রান পাচ্ছিলেন না তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। অবশেষে সোমবার মুম্বইয়ের বিরুদ্ধে ঝড়ো ইনিংস খেলে শতরান করলেন যশস্বী।
প্রত্যাবর্তনের পরে তিনি ধন্যবাদ জানালেন কোচ কুমার সঙ্গকারা এবং অধিনায়ক সঞ্জু স্যামসনকে। যশস্বীর কথায়, 'সিনিয়রদের ধন্যবাদ, খুব ভাল ভাবে পথ দেখিয়েছেন। কোচ সঙ্গা স্যর এবং অধিনায়ক সঞ্জু স্যামসন তাঁকে সুযোগ দিয়েছেন। অনুশীলনের পরিশ্রমের ফল পেয়েছি, আমি খুশি।'
আরও পড়ুন - টি২০ বিশ্বকাপ খেলবেন না সুনীল নারিন, জানিয়ে দিলেন KKR তারকা
আইপিএলের পরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই প্রতিযোগিতার উপর নির্ভর করে বিশ্বকাপের দল নির্বাচন করা হবে। ফলে, যশস্বী আইপিএলে রান না পাওয়ার কারণে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেন করা উচিত বলেও মনে করছিলেন অনেকে। এর মাঝেই যশস্বীর শতরান বুঝিয়ে দিল বিশ্বকাপের জন্য তিনিও তৈরি।