আইপিএল জ্বরে বুঁদ ক্রিকেটপ্রেমীরা। রবিবাসরীয় সন্ধেয় মুখোমুখি হতে চলেছে কলকাতা এবং হায়দরাবাদ। কে জিতবে চলতি আইপিএলের সেরার শিরোপা? এ নিয়ে ইতিমধ্যেই অনলাইন বেটিং শুরু হয়ে গিয়েছে। বাদ গেলেন না গ্রামি জয়ী র্যাপার ড্রেক। তবে, ভারতে নিষিদ্ধ বেটিং।
পাঁচ গ্রামির মালিক ড্রেক দুনিয়ার বিভিন্ন খেলার উপরেই বাজি ধরেন। তবে এই প্রথম কোন ক্রিকেট ম্যাচ নিয়ে বাজি লড়েছেন। চলতি আইপিএল ফাইনালে ড্রেকের বাজি কলকাতা নাইট রাইডার্স।
কলকাতা নাইট রাইডার্সের জন্য ২ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ২.০৭ কোটি টাকার বাজি ধরেছেন ড্রেক। ক্রিকেট জুয়াতে এই বিপুল বিনিয়োগের স্ক্রিনশট নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছেন ইংরেজি মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত গায়ক ড্রেক। যা মুহূর্তেই ভাইরাল হয়েছে।