আইপিএল ফাইনালে পৌঁছে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। উন্মাদনা ছড়িয়ে পড়েছে সমর্থকদের মধ্যে। এর মধ্যেই সমর্থকদের জয়ের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দিলেই কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার জুহি চাওলা। বলেলেন, 'ফিরে আসবে ২০১২ সালের সেই রাত।'
সমর্থকদের কি বলেছেন জুহি?
আইপিএল ফাইনাল খেলতে চেন্নাই উড়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এদিন টিম হোটেলের বাইরে ভিড় করেছিলেন নাইট সমর্থকরা। সেই সময় জুহি চাওলা সকলকে দেখে হাত নাড়ান। চেঁচিয়ে বলেন, 'উৎসবে মেতে ওঠো আমরা ফাইনালে পৌঁছে গিয়েছি।'
আরও পড়ুন - ১৭ বার খেলেও অধরা সেরার মুকুট, আইপিএল কি বিরাটের 'অধরা মাধুরী' হয়েই থাকবে?
স্মৃতির পাতা হাতড়ে এক সংবাদমাধ্যমকে জুহি জানিয়েছেন, ২০১২ সালে প্রথম ট্রফি জেতে কলকাতা নাইট রাইডার্স। সেই সময় চিদম্বরম স্টেডিয়ামের রেলিংয়ে উঠে পড়েছিলেন শাহরুখ খান। চেন্নাইয়ে মাঠে তাঁদের হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া কঠিন ছিল। কিন্তু তারপরেও ফাইট করেছিল কলকাতা। ২০১২ এর সেই জয়ের রাতই ২০২৪ আইপিএল এর ফাইনালে ফিরবে বলেই আশাবাদী জুহি চাওলা।