কালবৈশাখীর জন্য দমদম বিমানবন্দরে নামতেপারেনি কেকেআর টিম। গুয়াহাটি চলে যেতে হয় কলকাতার ক্রিকেটারদের। এবার কলকাতা ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয়ে চলে যেতে হয় বারাণসিতে। মঙ্গলবার দুপুরে কলকাতায় ফিরলেন শ্রেয়স আইয়াররা।
বারাণসিতে নেমে গঙ্গাবক্ষে ঘুরতে যান বৈভব অরোরা। বিশ্বনাথের মন্দিরের দর্শনও। গত ম্যাচে লখনউর বিরুদ্ধে খেলা ছিল কলকাতার। সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দমদম বিমানবন্দরে নামার কথা ছিল। সেই সময় কলকাতায় ঝড়বৃষ্টি চলছিল। তাই বিমানটি গুয়াহাটিতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়।
রাত ১০টার সময় নাইটদের চার্টার্ড বিমান কলকাতায় ফেরার অনুমতি পায়। কিন্তু আবহাওয়া স্বাভাবিক না হওয়ায় বিমান নিয়ে যাওয়া হয় বারাণসিতে।