তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। চিপকে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএল জয় শ্রেয়স ব্রিগেডের। গৌতম গম্ভীরের নেতৃত্বে দুবার চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা। ২০১২ ও ২০১৪ সালে দুবার চ্যাম্পিয়ন হয় কলকাতা। ১০ বছর পর, ২০২৪-এ ফের ট্রফি জয় কেকেআরের।
এই KKR-কে আইপিএলে প্রথম সাফল্যে এনে দেন গম্ভীর। অবসর নেওয়ার পর লখনউ সুপার জায়ান্টস টিমের মেন্টর হন কেকেআরের প্রাক্তন অধিনায়ক। এই বছর কেকেআরের মেন্টর হয়ে দলে ফিরতেই নারিন, রাসেলের মতো ক্যারিবিয়ান তারকারা উদ্বুদ্ধ হয়ে ওঠেন। গোটা মরশুমে দুরন্ত পারফর্ম করেন ওপেনার ফিল সল্ট। রবিবার ফাইনালেও টিম হিসেবে পারফর্ম করেই ট্রফি জয় কলকাতার। হাইভোল্টেজ ফাইনালে ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে ব্যর্থ সানরাইজার্স হায়দরাবাদ।
২০১২ সালে এই চেন্নাইয়েই ধোনি ব্রিগেডের মুখোমুখি হয়েছিল কলকাতা। ১৯০ রান তাড়া করে ফাইনাল জিতেছিল নাইট ব্রিগেড। রবিবার ফাইনালে সেই চেন্নাইয়ের মাঠেই ১২ বছর পর বৃত্ত সম্পূর্ণ। ২০১৪ সালে আইপিএল ফাইনালে কিংস ইলেভেন পঞ্জাবের মুখোমুখি হয় কলকাতা। ঋদ্ধিমান সাহার অবিশ্বাস্য ব্যাটিং। ফাইনালে সেঞ্চুরি করেন তিনি। এর পরেও ওই ম্যাচ জিতে নেয় কলকাতা। ৯৪ রানের ইনিংস আসে মনীশ পান্ডের ব্যাটে। এবার ফাইনালে অলওভার পারফরম্যান্সে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তৃতীয়বার ট্রফি জয় কলকাতা নাইট রাইডার্সের।