চোট সারিয়ে ফের ২২ গজে ফিরছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। গত IPL এ থাইয়ে চোট পেয়েছিলেন তিনি। তারপর দীর্ঘসময় মাঠের বাইরে ছিলেন। অবশেষে চোট সারিয়ে এশিয়া কাপে এবং পরে বিশ্বকাপেও খেলতে দেখা গিয়েছিল তাঁকে। যদিও ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ খেলার সময় ফের চোট পান তিনি।
টেস্টে প্রথম ম্য়াচে চোট পাওয়ার পর তাঁকে আর মাঠে দেখা যায়নি। এবার তিনি খেলবেন IPL-এ। চোট সারিয়ে কতটা সুস্থ রয়েছেন তা বোঝা যাবে তাঁর পারফরম্যান্সে।
জাতীয় দলে রাহুলের জায়গা
যদিও টি-২০ ফর্মাটে জাতীয় দলে এখনও রাহুলের জায়গা পাকা নয়। তারই মধ্যে জুনে রয়েছে টি ২০ বিশ্বকাপ। রাহুল যে বিশ্বকাপে জায়গা পাবেন তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না বিশেষজ্ঞরা। তাঁদের ধারণা, IPL-এ কেমন পারফর্ম করছেন তার উপর নির্ভর করবে রাহুলের আগামী দিনের ক্রিকেট ভবিষ্যৎ।