কোন কৌশলে বাংলার দাক্ষিণাত্য জয়। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আইয়ার জানালেন, নিখুঁত পরিকল্পনা ফের একবার ক্লিক করে গেল। ঠিক তাই। কারণ, এই মরশুমে কলকাতা বনাম হায়দরাবাদ ম্যাচের স্থান বদল হয়েছে। চিত্রনাট্য কিন্তু একই থেকেছে। তাই চিপকে প্যাট কামিন্সদের হারাতে খুব একটা বেগ পেতে হয়নি কলকাতাকে।
কলকাতা থেকে আমেদাবাদ। তারপর চেন্নাই। সামনে হায়দরাবাদ মানেই নাইট বোলারদের দাপট। ফাইনালেও তাই হল। প্রথম স্পেলে এসেই চিপকে সূর্যাস্ত নিয়ে এলেন স্টার্ক। মিডল ওভারে স্লো পিচকে কাজে লাগিয়ে ঘরের মাঠে হায়দরাবাদকে কোণঠাসা করে দিলেন বরুণ চক্রবর্তী। আর এরমধ্যেই বল হাতে রাসেল মাসেল।
ব্যাট করতে এসেও কিন্তু নড়ে যায়নি নাইটদের ফোকাস। তাই ফাইনালের মঞ্চে সুনীল নারিন অল্প রানে ফিরতেই গুরবাজকে নিয়ে প্রায় জমি শক্ত করেছে ভেঙ্কটেশ্বর। ফিনিশ করলেন অধিনায়ককে সঙ্গে করে। হাতে রইল আট উইকেট। থেকে গেল ৫৭ বল। ১০ বছর পর আবার আইপিএল জিতল রে... কলকাতা।