রবিবার আইপিএল ফাইনাল। মুখোমুখি কলকাতা এবং হায়দরাবাদ। হায়দরাবাদকে প্রথম কোয়ালিফায়ারে হারিয়ে ফাইনালে উঠেছে কলকাতা। ফাইনালে হায়দরাবাদেরই মুখোমুখি হতে হচ্ছে কলকাতাকে। ফলে বেজায় অস্বস্তিতে রয়েছে নাইট শিবির। কারণ একেবারেই প্রতিপক্ষকে হালকা ভাবে নিচ্ছেন না শ্রেয়সরা। ফাইনালের আগে সেই কথাই খোলসা করলেন বেঙ্কটেশ আইয়ার।
বেঙ্কটেশ জানিয়েছেন, 'এখনও পর্যন্ত পরিকল্পনা সঠিক ভাবে বাস্তবায়ন সম্ভব হয়েছে। আমরা যে ভাবে খেলছি, আমরা খুশি। কিন্তু সন্তুষ্ট নই। আমাদের খিদে এখনও মেটেনি। আইপিএলের ট্রফি না জেতা পর্যন্ত মিটবে না। চ্যাম্পিয়ন হলে তবেই সন্তুষ্ট হব আমরা।'
আরও পড়ুন - ফাইনালে ওঠার পথ কতটা কণ্টকময়, কেমন ছিল কলকাতার যাত্রাপথ
বেঙ্কটেশের এই বক্তব্য ইতিমধ্যেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। যা দেখে অনুরাগীরা মনে করছেন, ফাইনালের আগে বেশ আত্মবিশ্বাসী টিম কলকাতা।