আইপিএল চ্যাম্পিয়ন হল কলকাতা নাইট রাইডার্স। তারপর কার্যত ১৮০ ডিগ্রি বদলে গেল শ্রেয়স আইয়ারকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের অবস্থান। গত কয়েকমাস নিজের পারফরম্যান্স থেকে রঞ্জি খেলা সংক্রান্ত বিতর্ক- নানা সমস্যায় কার্যত জর্জরিত ছিলেন এই ভারতীয় ক্রিকেটার। তাঁর দলের আইপিএল চ্যাম্পিয়ন হওয়া যেন একবারে কাটিয়ে দিল সব মেঘ। নিজের শহর মুম্বইতে পা ফেলতেই বিমানবন্দরে তাঁকে ঘিরে ধরেন পাপারাজ্জিরা।
আইপিএল জয়ী দলের অধিনায়ক ভারতীয়, এই তালিকায় পঞ্চম নামটি শ্রেয়সের। প্রথম চারজন হলেন যথাক্রমে মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভীর, রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া।
ইতিমধ্যেই সুইমিং পুলে আইপিএল ট্রফি সঙ্গে নিয়ে শ্রেয়স আইয়ারের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে শ্রেয়স আইয়ার লিখেছেন, "আমি যেখানে যাব, তোমাকেও সেখানে নিয়ে যাবে।"