নাইটদের অনুশীলনে আচমকাই বৃষ্টি। প্রাক্টিসের মাঝেই যেন চিপকের মাঠে এক টুকরো ছেলেবেলা খুঁজে পেলেন শ্রেয়সরা। ভিজে মাঠে ফুটবল নিয়ে চলল দেদার দাপাদাপি। যদিও শেষ পর্যন্ত, প্র্যাক্টিস বাতিল করতে বাধ্য হয় কলকাতা শিবির।
ঠিক কী হয়েছিল?
শনিবার সন্ধেয় অর্থাৎ ফাইনালের আগের দিন সন্ধ্যায় প্র্যাকটিস করার পরিকল্পনা রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই মতো গোটা দল স্টেডিয়ামে পৌঁছেও যায়। ওয়ার্ম আপের জন্য ফুটবল খেলছিলেন ক্রিকেটাররা। আচমকাই বৃষ্টি। তারপরেও বৃষ্টি ভেজা অবস্থাতেই চলল ফুটবল নিয়ে দাপাদাপি। যেন এক টুকরো ছেলেবেলা...
আরও পড়ুন - সমুদ্রকে সাক্ষী রেখে কিয়ানের 'পিকচার পারফেক্ট' প্রোপোজাল, কি উত্তর দিলেন বান্ধবী?
কিন্তু বৃষ্টির মধ্যে ওয়ার্মআপ করার সময় যথেষ্ট ঝুঁকি ছিল। মাঠ ভেজা থাকায় কেউ চোট পেতে পারেন। যে কারণে তড়িঘড়ি প্র্যাক্টিস বাতিল করতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট।