কামিন্সের মগজে রাজস্থান বধ। ছয় বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে হায়দরাবাদ। রবিবার চেন্নাইয়ের চিপকে কলকাতার বিরুদ্ধে ফাইনাল খেলবে দক্ষিণের এই দল। স্কোর বোর্ডে ১৭৫ রানের পুঁজি। সেখানে দাঁড়িয়ে রাজস্থানকে হারাতে দুই বাঁ-হাতি স্পিনার অভিষেক শর্মা এবং শাহবাজ আহমেদকে সুকৌশলে ব্যবহার করলেন বিশ্বজয়ী অধিনায়ক। চিপকের মন্থর পিচকে কাজে লাগিয়ে সঞ্জু স্যামসনদের এবারের মতো আইপিএল থেকে ছিটকে দিল হায়দরাবাদ।
টস জিতে এদিন হায়দরাবাদকে প্রথম ব্যাট করতে পাঠান সঞ্জু। যদিও শুরুটা ভাল হয়নি হায়দরাবাদের। বোল্টের ম্যাজিক স্পেলে টপ অর্ডার ধসে যায়। ধীরে ধীরে ম্যাচের রাশ নিজের হাতে নেন ক্লাসেন। তাঁর ৫০ রান হায়দরাবাদের বোর্ডে অক্সিজেন দেয়। ২০ ওভারে ৯ উইকেটে ১৭৫ রান করে সানরাইজার্স।
চিপকের মন্থর পিচকে প্রথমেই পরে নিয়েছিলেন কামিন্স। তাই শাহবাজ আমেদের সঙ্গে রাজস্থানকে শেষ করতে লেলিয়ে দেন আনকোরা অভিষেক শর্মাকে। এই আইপিএল ব্যাটার অভিষেককে দেখেছে। ঠিক দিনে বল হাতে অধিনায়ক কামিন্সকে ভরসা দিলেন তিনি। শাহবাজ ও অভিষেকের জুটিতে এবারের মতো ইতি হয়ে গেল রাজস্থানের।
২০১০ সালে গিলক্রিস্টের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার আইপিএল জিতেছিল হায়দরাবাদ। তখন নাম ছিল ডেকান চার্জার্স। নতুন নামকরণের পর ২০১৬ সালে হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করান অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ২০১৮ সালে রানার্স হয় দক্ষিণের এই দল। রবিবার ডি ডে। চিপকে প্রতিপক্ষ কলকাতা। বিশ্বজয়ের পর কামিন্সের সামনে আইপিএল জয়ের নজির। এই নজির একমাত্র রয়েছে একজনের কাছে। তিনি মহেন্দ্র সিং ধোনি।