ঠিক হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালের লাইন-আপ। রবিবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ফাইনাল খেলবে কলকাতা ও হায়দরাবাদ। তিন বছর ফাইনালে কেকেআর। ছয় বছর পর কাপ জয়ের হাতছানি হায়দরাবাদের সামনে। এই মরশুমে হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের ডবল রয়েছে কেকেআরের। তাই ফাইনালের জন্য এখন থেকে তাল ঠুকছে চেন্নাই।
এবারের প্লে-অফে হায়দরাবাদকে কার্যত দুরমুশ করেই ফাইনালে উঠেছেন শ্রেয়স আইয়াররা। এর আগে লিগের ম্যাচে কলকাতার ইডেনে দক্ষিণের এই দলকে হারিয়েছিলেন নাইটরা। শেষ ওভারে হরষিত রানার ম্যাজিক স্পেলের আটকে গিয়েছিল হায়দরাবাদ।
সম্প্রতি আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রান তাড়া করে ম্যাচ বার করেছে কলকাতা। শ্রেয়স এবং ভেঙ্কটেশ্বর, এই দুই আয়ারের ব্যাটিং তাণ্ডবে ৩৮ বল আগে ছ উইকেটে ম্যাচ জিতেছিল কলকাতা। তবে ফাইনাল অন্য রকম হবে। রাজস্থানকে হারিয়ে হুঙ্কার হায়দরাবাদের বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের।