পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন কিলিয়ান এমবাপে। জোর জল্পনা এবার তাঁর গন্তব্য নাকি রিয়াল মাদ্রিদ। আর তাঁকে দলে নিতে নাকি রেকর্ড অঙ্কের টাকা খরচ করতে চলেছে মাদ্রিদ।
জল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছর মাদ্রিদের হয়েই মাঠে নামতে দেখা যাবে তাঁকে। প্রতি মরশুমে ৯০০ কোটি টাকা করে পাবেন এমবাপে। ফলে আগামী পাঁচ বছরের জন্য তাঁকে দলে নিতে মাদ্রিদ খরচ করছে মোট ৪৫০০ কোটি টাকা। যা সর্বকালীন রেকর্ড হতে চলেছে।
দীর্ঘ সাত মরশুম পিএসজির জার্সিতে মাঠে নেমেছেন এমবাপে। এবার তিনি খেলবেন রিয়াল মাদ্রিদের হয়ে। চ্যাম্পিয়ন্স লিগের পরেই মাদ্রিদের জার্সি গায়ে চড়াবেন এমবাপে।
আরও পড়ুন - খারাপ আবহাওয়া, গুজরাত-কলকাতা ম্যাচ ঘিরে অনিশ্চয়তা
রবিবার চলতি মরসুমে ফ্রান্সের ঘরোয়া লিগে শেষ ম্যাচ খেলছে প্যারিস সাঁ-জা। যদিও দলের হয়ে শেষ ম্যাচটিতে কোনও নজির গড়তে পারেননি এমবাপে। রবিবার রাতেতুলুসের কাছে ১-৩ গোলে হেরে গিয়েছে পিএসজি। এমবাপে একটিও গোল করতে পারেননি।