মুম্বই ইন্ডিয়ানসে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সদ্য ছেড়ে আসা দল গুজরাট টাইটানসের কাছেই হারতে হয়েছে হার্দিকের মুম্বইকে। এর জেরে মহম্মদ শামিও কার্যত কাঠগোড়ায় তুললেন হার্দিককেই। অভিযোগ, মুম্বইয়ের হারের সময়েও ব্যাটিং অর্ডার ৭-এ ব্যাট করতে নেমেছিলেন হার্দিক।
রবিবার, ২৪ মার্চ গুজরাটের মুখোমুখি হয়েছিল মুম্বই। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান থেকে শুরু করে ভারতীয় খেলোয়াড় মহম্মদ শামি, সকলেই হার্দিককে তুলোধনা করেছেন।
মহম্মদ শামি এই প্রসঙ্গে বলেন, , ‘ধোনি ধোনিই। কাউকে ওঁর সঙ্গে মেলানো সম্ভব না। ধোনি বা কোহলি, যেই হোক না কেন প্রত্যেকেরই আলাদা মানসিকতা আছে। হার্দিকের উদ্দেশ্যে তিনি জানান, ‘নিজের ক্ষমতার ওপর নির্ভর করে খেলা উচিত। ৩ -৪ এ ব্যাট করে অভ্যস্ত হার্দিক , বড়জোর ৫ এ নামতে পারেন, তাঁর ৭এ নামা উচিত হয়নি’