শুক্রবার আইপিএলের কোয়ালিফায়ার ২। এই ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। দ্বিতীয় কোয়ালিফায়ারের এই ম্যাচের আসর বসবে চেন্নাইয়ে। দুই দলের জন্যই এই ম্যাচ ডু ওর ডাই। কারণ যে দল জিতবে সেই দলই ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে।
সানরাইজার্স হায়দরাবাদ এই মরশুমের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে। কিন্তু প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে গিয়েছে হায়দরাবাদ। ফলে এই ম্যাচে রাজস্থানকে হারিয়ে ফাইনালে উঠে কলকাতার বিরুদ্ধে মাঠে নামতে মরিয়া হায়দরাবাদ।
অন্যদিকে রয়েছে চলতি আইপিএলে এক সময় পয়েন্ট তালিকার শীর্ষে ছিল রাজস্থান রয়্যালস। কিন্তু শেষ কয়েকটা ম্যাচে সেভাবে ভাল ফল করে পারেনি রাজস্থান। তবে, শেষ এলিমিনেটর ম্যাচে ব্যাঙ্গালোরকে হারিয়ে প্রত্যাবর্তন করেছে সঞ্জু স্যামসনের দল। এবার তাঁদের লক্ষ্য ফাইনাল।
আরও পড়ুন - আইপিএল থেকে বিদায় RCB-র, কোহলিদের ড্রেসিংরুমে একরাশ নিস্তব্ধতা, কী বার্তা দিলেন বিরাট ?
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, খারাপ আবহাওয়ার কারণে ম্যাচ বাতিলের সম্ভাবনা নেই। তবে, যদি বৃষ্টির কারণে এই দুই দলের মধ্যে ম্যাচটি বাতিল হয়ে যায়, তাহলে যে দলের রান রেট বেশি রয়েছে সেই দলই ফাইনালে উঠবে। অর্থাৎ সানরাইজার্স হায়দরাবাদ কলকাতার বিরুদ্ধে ফাইনাল খেলবে।