আইপিএলে প্লে-অফ খেলছে কলকাতা। এটা নিশ্চিত। কিন্তু বাকি তিনটি দল কারা ? ক্রিকেট পন্ডিতদের মতে, তাঁদের দেখা এটাই সেরা আইপিএল। যেখানে দ্বিতীয় থেকে চতুর্থ জায়গার লড়াইয়ে রয়েছে কার্যত ছটি দল। কারণ, পয়েন্ট তালিকার যা অবস্থা, তাতে দুই থেকে চারের মধ্যে যে কেউ থাকতে পারে।
রবিবার দিল্লিকে হারিয়ে আইপিএলের প্লে-অফ আরও একবার জমিয়ে দিয়েছে আরসিবি। ১৮ মে ঘরের মাঠে তারা শেষ ম্যাচ খেলবে চেন্নাইয়ের বিরুদ্ধে। রবিবার জয়ের ফলে বিরাটদের পয়েন্ট এখন ১২। উল্টোদিকে ১৪ পয়েন্ট নিয়ে খেলতে নামবেন ধোনিরা।
পয়েন্ট এবং রান রেট দুটোতেই এগিয়ে এখন চেন্নাই। কিন্তু ওই ম্যাচ যদি ১৮ রানে আরসিবি জিতে যায়, তাহলে রুতুরাজদের পিছনে ফেলে প্লে-অফে উঠতে পারেন ডুপ্লেসিরা। তবে, এই ম্যাচ জেতার আগে আরসিবিকে তাকিয়ে থাকতে হবে হায়দরাবাদ বনাম লখনউ ম্যাচে দিকে।