কলকাতার তাপমাত্রা ৪৩ ডিগ্রি। রাজ্যজুড়েই চলছে তাপপ্রবাহ। এরই মধ্যে দুপুরে ইডেন গার্ডেন্সে আইপিএলের যুদ্ধ। এদিন ইডেনে টস হারল কলকাতা নাইট রাইডার্স। প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি।
রবিবাসরীয় ম্যাচেও কেকেআরের হয়ে ওপেন করবেন ফিল সল্ট, সুনীল নারিন। গত ম্যাচের প্রথম একাদশ নিয়েই নেমেছে কলকাতা। অধিনায়ক শ্রেয়স আইয়ার জানিয়েছেন, ইডেনের উইকেট স্লো আছে। তাঁরা টসে জিতলে প্রথম বলের সিদ্ধান্তই নিতেন।
এদিকে ইডেন গার্ডেন্সে গত ম্যাচে রান তাড়া করে দারুণ জয় পেয়েছে রাজস্থান। বাউন্ডারি ছোট। তাই রান তাড়া করা অনেকটাই সহজ। দুপুরে ব্যাটিংয়েরও ক্লান্তি নেই। পাওয়ার প্লে-তে ৬০-৭০ রান খেলেও সেই রান তুলতে এখন আইপিএলে অসুবিধা হয় না কোনও টিমের। মনে করছেন ডুপ্লেসি।