মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক পদে নেই রোহিত শর্মা। তাঁর বদলে দলের নতুন অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। অথচ ম্যাচ চলাকালীন বোলালরা হার্দিকের কাছে নয় পরামর্শ নিতে ছুটে গেলেন রোহিত শর্মার কাছে। পঞ্জাবের ম্যাচের এই ভিডিয়ো মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কী দেখা গিয়েছে ভিডিয়োতে?
বৃহস্পতিবার মুল্লানপুরে পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচের শেষ পাঁচ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচেরই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।
ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, জসপ্রীত বুমরা, আকাশ মাধওয়াল, হার্দিক পান্ডিয়া, ঈশান কিষাণ ও টিম ডেভিড সকলে রোহিতের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বুমরা আর আকাশ কথা বলছিলেন রোহিতের সঙ্গে। আর চুপ করে দাঁড়িয়ে রয়েছেন হার্দিক। যে ভিডিয়োয় রোহিতের ভক্তরা কমেন্ট করেছেন মুম্বইয়ের আসল ক্যাপ্টেন এখনও রোহিত শর্মাই।