রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার পৌঁছে গিয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। আর এই ম্যাচ জিতেই অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের রেকর্ড স্পর্শ করেছেন সঞ্জু স্যামসন।
কী রেকর্ড স্পর্শ করেছেন সঞ্জু?
রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে ৩১টি ম্যাচ জিতেছেন সঞ্জু স্যামসন। আর এই ম্যাচ জিতেই ওয়ার্নের রেকর্ড স্পর্শ করেছেন অধিনায়ক সঞ্জু। গত ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে ৫৬টি ম্যাচে অধিনায়ক ছিলেন ওয়ার্ন। এরমধ্যে ৩১ টি ম্যাচে জয় পেয়েছিলেন তিনি। অন্যদিকে সঞ্জু অধিনায়ক হওয়ার পর মোট ৬০টি ম্যাচে রাজস্থানকে নেতৃত্ব দিয়ে ৩১ টি ম্যাচে জয় পেয়েই এই রেকর্ড গড়েছেন সঞ্জু।
আরও পড়ুন - ১৭ বার খেলেও অধরা সেরার মুকুট, আইপিএল কি বিরাটের 'অধরা মাধুরী' হয়েই থাকবে?
উল্লেখ্য, ২০০৮ সালে আইপিএলের প্রথম বছরে অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের নেতৃত্বে কাপ জিতেছিল রাজস্থান রয়্যালস। এত বছর পর বুধবার বেঙ্গালুরুকে হারিয়ে অধিনায়ক সঞ্জু স্যামসনে নেতৃত্বে ফের ফাইনালে উঠেছে রাজস্থান।