ফের চিপক, আইপিএল-এ আরও একটা কাঙ্খিত জয় । মাঝে শুধু ১২ বছরের ব্যবধান । তৃতীয় বার আইপিএল ট্রফি জিতেছে কলকাতা । স্বপ্নপূরণের আনন্দ, জয়ের আনন্দ তখন নাইটদের চোখে মুখে । ম্যাচ শেষ হতেই মাঠে নামলেন কিং খান । জড়িয়ে ধরলেন টিমের সদস্যদের । নাচলেন, কখনও আবার খুনসুটি করতেও দেখা গেল । সেসব ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় । তবে. নেটিজেনদের নজর কেড়েছে আরও একটি ভিডিও । যেখানে হর্ষিত রানার ভঙ্গিতেই বিতর্কিত উড়ন্ত চুমু ছুড়ে দিতে দেখা গিয়েছে শাহরুখকে ।
উল্লেখ্য, আইপিএলে মায়াঙ্ক আগরওয়াল ও অভিষেক পোড়েলকে ফ্লাইং কিস দিয়ে এক ম্যাচ নির্বাসিত হয়েছিলেন হর্ষিত রানা । ফাইনাল ম্যাচের পর ঠিক একই ভঙ্গিতে উড়ন্ত চুমু ছুড়লেন শাহরুখ । সেইসঙ্গে সমস্ত সমালোচনার জবাবও দিলেন তিনি । ভিডিওতে তাঁকে বলতে শোনা গেল, 'টিমের প্রত্যেককে আমার সঙ্গে দাঁড়াতে হবে এবং আমি যখন বলব ১,২,৩ তখন এইটা করতে হবে । ' এরপরই ফ্লাইং কিস ছুড়ে দেন শাহরুখ । এরপর হর্ষিত রানা উত্তেজনায় কোলে তুলে নেন বাদশাকে ।
রবিবার ফাইনালে চিপকের গ্যালারিতে যখন প্রথম কিং খানকে দেখা যায়, মুখে ছিল মাস্ক। ফাইনাল জিততেই, সেই মাস্ক খুলে ফেলেন বলিউড বাদশা। ম্যাচ জয়ের পর স্ত্রী গৌরী খানকে জড়িয়ে কপালে চুমু খেতে দেখা যায় শাহরুখকে। আর মাঠে নেমে কাছে টেনে নিলেন গম্ভীরকে। তাঁর কামব্যাকেই তো সাফল্য। জড়িয়ে ধরেন গম্ভীরকে।