গত মরশুমের অন্যতম চর্চিত ইস্যু ছিল সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলির সম্পর্ক। কিন্তু সময় বদলেছে। কিছুটা হলেও থিতু হয়েছে এই দুই মহারথীর সম্পর্ক। রবিবার সেই ইঙ্গিতই মিলল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।
এক বছর আগে এই স্টেডিয়ামেই বেঙ্গালুরু বনাম দিল্লির ম্যাচেই বিরাট বিতর্কের সৃষ্টি হয়েছিল। এমনকি একে অপরকে ইন্সটাগ্রামেও নাকি আনফলো করেছিলেন। কিন্তু রবিবার এই ভেন্যুতেই দেখা মিলল ভিন্ন দৃশ্যের। একে অপরকে সৌজন্যের বার্তাও দিলেন।
রবিবাসরীয় ম্যাচে ঘরের মাঠে দিল্লিকে ৪৭ রানে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে নিজেদের কিছুটা হলেও এগিয়ে রেখেছে বেঙ্গালুরু। এই ম্যাচের শেষেই কোহলিকে শুভেচ্ছা জানাতে দেখা যায় দিল্লি দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়কে। প্রাক্তন আরসিবি অধিনায়কেও দেখা যায় পালটা সৌজন্য দেখাতে।