এই আইপিএলে প্রথম শতরান। আর সেই শতরান এল বিরাটের ব্যাট থেকে। শনিবার জয়পুরে রাজস্থানের বিরুদ্ধে শতরান করলেন কোহলি। এই ম্যাচে তাঁর মাথায় ফিরে আসে কমলা টুপি। ৬৭ বলে শতরান করলেন কিং কোহলি। আইপিএলের কেরিয়ারে এটা তাঁর অষ্টম শতরান। ৭২ বলে ১১৩ রান করে অপরাজিত থাকেন বিরাট।
এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৮৩ রান করে আরসিবি। এই মরশুমের আইপিএলে জয়পুরের মাঠে এই প্রথম ১০০ পার করল বিরাট-ডুপ্লেসির ওপেনিং পার্টনারশিপ। গত কয়েকটি ম্যাচে বড় রান আসছিল। কিন্তু তা শতরানে পরিণত হচ্ছিল না। তবে জয়পুর তাঁকে নিরাশ করেনি। অপরাজিত ১১৩ সাজানো রইল ১২টি চার আর ছটি ওভার বাউন্ডারিতে।
এই ইনিংস বুঝিয়ে দিল, টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও তিনি ভীষণ ভাবে প্রাসঙ্গিক। যাঁরা তাঁকে দল থেকে ছেঁটে ফেলার ইঙ্গিত দিচ্ছেন, তাঁদের এদিন বিরাট জবাব দিলেন কোহলি। কেন তাঁকে বিশ্বকাপের দলে নেওয়ার ব্যাপারে অধিনায়ক রোহিত শর্মা উদগ্রীব, তা হয়ত এই ইনিংসে বুঝিয়ে দিলেন বিরাট।