একদিকে মহাসমারোহে চলছে IPL, এর মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে টিটোয়েন্টি বিশ্বকাপের দল। ইতিমধ্যেই দেশের জার্সিতে খেলবেন এমন ১৫ ক্রিকেটারের নাম ঘোষণা করে দিয়েছে BCCI । মে মাসে আইপিএল শেষ হওয়ার মাত্র ৬ দিনের মাথাতেই শুরু হয়ে যাবে ২০ ওভারের বিশ্বকাপ। উত্তেজনায় ফুটছে ক্রিকেট বিশ্ব।
এদিকে বোর্ড জানিয়েছে, IPL-এ যে ৪ টি দল প্লেঅফ খেলবে, তাঁদের ক্রিকেটারকে বাদ দিয়ে বাকি দলের প্লেয়াররা আগেই উড়ে যাবেন আমেরিকা। ২১ মে, ভারত ছাড়ছেন কোচ রাহুল দ্রাবিড় সহ ওই ক্রিকেটাররা। তালিকায় থাকতে পারেন অধিনায়ক রোহিত শর্মা, সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া সহ, বিরাটের মতো সিনিয়র ক্রিকেটাররা।
Kolkata News : ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে উদ্ধার মহিলার পচা-গলা দেহ, খুন নাকি অন্য কিছু ?
বোর্ডের এই ঘোষণায় স্বস্তি এক মাত্র KKR-এর। কারণ, বিশ্বকাপের মূল দলে তাদের কোনও ক্রিকেটার নেই। একমাত্র রিঙ্কু সিং রয়েছেন রিজার্ভ স্কোয়াডে।