ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর থেকে কথা হচ্ছে ঋষভ পন্থকে নিয়ে। আলোচনা চলেছে তাঁর দুর্ঘটনার পর ক্রিকেটে ফিরে আসার লড়াইকে নিয়ে। তার মাঝে একজন জানালেন, অনেক পরিশ্রমের ফল বিশ্বকাপ দলে জায়গা পাওয়া। তিনি সঞ্জু স্যামসন। যাঁর ভক্তরা সবসময় মনে করেন এক উপেক্ষিত নায়কের নাম সঞ্জু।
আইপিএলের পারফরম্যান্স টি-টোয়েন্টি দলের মাপকাঠি। এটাই ঠিক করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই মাপকাঠিতে এবার ভারতীয় বিশ্বকাপের দলের দ্বিতীয় উইকেট-কিপার হিসাবে যাচ্ছেন সঞ্জু। কিন্তু রাজস্থানের নেতা হিসাবে এবার তিনি যে ফর্মে বিরাজ করছেন তা চমকে দিয়েছে প্রাক্তনদের।
সঞ্জু জানিয়েছেন, বিশ্বকাপ দলে থাকার জন্য অনেক ঘাম ঝড়িয়েছেন। তার ফসলও পেয়েছেন। জাতীয় দলে এখনও পর্যন্ত ১৬টি এক দিনের ম্যাচ ও ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন কেরলের এই ক্রিকেটার। আইপিএলে নয় ম্যাচে সঞ্জুর এখনও পর্যন্ত রান ৩৮৫।