ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে তিনটি ফরম্যাটে খেলবে ভারত । ইতিমধ্যে ভারতীয় দল ঘোষণাও করা হয়েছে BCCI-এর তরফে । কিন্তু, তিনটি ফরম্যাটে কেন আলাদা আলাদা অধিনায়ক, এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই প্রশ্ন উঠছে । সম্প্রতি, এই বিষয়ে মুখ খুলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান । তিনটি ফরম্যাটে তিন অধিনায়কের ধারণাকে তিনি সমর্থন করেননি ।
স্টার স্পোর্টসে ইরফান বলেন, 'এটি ভবিষ্যতের জন্য একটি সংকেত হতে পারে, যার আমি খুব বড় ভক্ত নই । আমরা অধিনায়কত্ব এভাবে ভাগ করতে পারি কি না তা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে । এখানে সত্যিকারের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করা হয়েছে, এবং সেই কারণেই আপনি এত বড় স্কোয়াড এবং আলাদা আলাদা অধিনায়ক দেখছেন। তবে, এটা স্পষ্ট যে রোহিত শর্মা সাদা বলের ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন, তাই আপনি তাঁকে সেখানে দেখতে পাচ্ছেন না । আপনি তাকে টেস্ট ক্রিকেটের অধিনায়ক হিসেবে দেখছেন।'
ইরফান পাঠানের কথায়, ভবিষ্যতে একই প্রবণতা অনেক বেশি দেখা যেতে পারে । আলাদা আলাদা ফরম্যাটের জন্য আলাদা আলাদা কোচের সম্ভাবনার কথাও বলেছেন । যদিও তা না হলেই ভারতীয় দলের জন্য মঙ্গল বলে মনে করেন ইরফান ।