তরুণ প্রতিশ্রুতিমান ভারতীয় ব্যাটার যশস্বী জয়সোয়ালকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। শুধু তাই নয়, অফসাইডে যশস্বী জয়সোয়ালকে তুলনা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। চলতি ইংল্যান্ড সিরিজে যশস্বী জয়সোয়ালের নায়কোচিত ইনিংস দেখার পর অভিভূত ইরফান পাঠান জানান, আগামী ১০ বছর যশস্বী এই ফর্মে খেললে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তুলনা করা হবে তাঁকে।
তিনি বলেন, "একজনকে নিয়ে আমি অত্যন্ত আশাবাদী। সে হল যশস্বী জয়সোয়াল। এবার দেখতে হবে আইপিএলে কীরকম পারফর্ম করে ও। অসামান্য একজন ক্রিকেটার যশস্বী। পুরো দাদা (সৌরভ গঙ্গোপাধ্যায়)-এর মত। ঠিক যেমন আমরা দাদার ক্ষেত্রে বলতাম, অফসাইডের রাজা। যশস্বীর ক্ষেত্রেও সে কথা প্রযোজ্য হতে পারে কয়েকবছর বাদেই, যদি ও এই ফর্মে থাকে"।