পিঠের চোটের জন্য আইপিএলে প্রথম কয়েকটা ম্যাচে খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার। এমন রিপোর্টের পরই রঞ্জি ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে দাঁড়িয়ে ছিলেন শ্রেয়স আইয়ার। তারপর গ্যালারি থেকে ঢোল বাজানোর আওয়াজ একটু জোরে হতেই নাচ করতে শুরু করে দেন শ্রেয়স আইয়ার। পিঠের চোটের কারণে ফিল্ডিং করেননি, অথচ দল জেতার পরে কী করে নাচ করছেন তিনি? তা নিয়ে প্রশ্নও তোলেন নেটিজেনদের কেউ কেউ।
উল্লেখ্য, রঞ্জি ফাইনাল খেলতে গিয়ে ফের ফিরে এল তাঁর পিঠের চোট। তার ফলেই, আইপিএলের শুরুর দিকে কয়েকটা ম্যাচে হয়তো খেলতে পারবেন না কেকেআর অধিনায়ক।
তুমুল বিতর্কের আবহেই মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলতে নেমেছিলেন শ্রেয়স। সেমিফাইনালে ব্যর্থ হলেও ফাইনালের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাট করে ৯৫ রান করেন। একটুর জন্য শতরান হাতছাড়া করেন তিনি। কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত গ্যালারিতে উপস্থিত থেকে শ্রেয়সের ব্যাটিং উপভোগ করেন। তবে রঞ্জি ফাইনাল চলাকালীনই যে এমন দুশ্চিন্তা উড়ে আসবে নাইট শিবিরে, সেটা বোধহয় স্বপ্নেও ভাবেননি কেকেআর কোচ।
রঞ্জি ফাইনালে ব্যাটিং করার সময় সেই পুরনো জায়গাতেই ব্যথা অনুভব করেন শ্রেয়স আইয়ার। মাঠে ফিজিও এসে তার প্রাথমিক চিকিৎসা করেন। কিন্তু মুম্বই দল সূত্রে খবর, ব্যথায় যথেষ্ট কাবু শ্রেয়স আইয়ার। গত বছর যেখানে অস্ত্রোপচার হয়েছিল সেই জায়গাতেই ফের ব্যথা শ্রেয়সের। যন্ত্রণার কারণে ফিল্ডিংও করতে পারেননি তারকা ব্যাটার।