প্রথম একাদশের একাধিক ফুটবলার ছাড়াই সার্জিও লোবেরার শক্তিশালী ওড়িশার বিরুদ্ধে ড্র করল মোহনবাগান সুপার জায়েন্ট। জোড়া গোল করে দলের হার বাঁচালেন আর্মান্দো সাদিকু। যুবভারতী ক্রীড়াঙ্গনে বুধবার রাতে খেলা শেষ হল ২-২ গোলে। এই ম্যাচ ড্র করে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের ৩ নম্বরে থাকল মোহনবাগান। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ওড়িশা আছে ৪ নম্বরে।
ডিমিট্রি পেট্রোতস, হুগো বুমো, মনবীর সিংয়ের মতো তারকাদের ছাড়াই ম্যাচে নেমেছিল মোহনবাগান। চোট পেয়ে উঠে যেতে বাধ্য হন দুই ভারতীয় তারকা সাহাল এবং অনিরুদ্ধ থাপা। চোট পান গ্লেন মার্টিন্সও। তার পরেও অতিরিক্ত সময়ে গোল করে ম্যাচ ড্র রাখল সবুজ মেরুন।
ম্যাচের প্রথমার্ধে দাপট ছিল ওড়িশার৷ ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ওড়িশাকে এগিয়ে দেন আহমেদ জাহু৷ প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আরও একটি গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে ব্যবধান কমান সাদিকু৷ ম্যাচে যখন ওড়িশার জয় প্রায় নিশ্চিত, তখনই অতিরিক্ত সময়ে আরেকটি গোল করে সমতা ফিরিয়ে আনেন সাদিকু।