Eden Gardens : বিশ্বকাপের পর ইডেনে প্রায় ৯০ হাজার কেজি আবর্জনা, সেসব দিয়েই তৈরি হল জ্যাকেট, বেঞ্চ

Updated : Nov 26, 2023 15:20
|
Editorji News Desk

ইডেনে বিশ্বকাপ দেখতে গিয়ে নিশ্চয়ই শুকনো মুখে কেউ খেলা দেখেননি । কখনও, চিপস কখনও ঝালমুড়ি, কখনও কোল্ডড্রিংক । যেমন দেদার খাওয়া-দাওয়া চলেছে, তেমনই আবর্জনার স্তূপ হয়ে উঠেছে ইডেন । জানেন কি, শুধুমাত্র কঠিন বর্জ্রই উদ্ধার হয়েছে ৯০,৯০৬ কেজি । আরও বড় চমক হল, এসব বর্জ্র্য দিয়েই তৈরি হয়েছে চেয়ার, জ্যাকেট । শনিবারই তা তুলে দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমের হাতে ।

‘ইউনাইটেড ওয়ে মুম্বই’ নামক একটি সংস্থার সঙ্গে চুক্তি হয় আইসিসির । ওই সংস্থার স্বেচ্ছাসেবকরাই আবর্জনা সংগ্রহ করেন । তারপর জলের বোতল, প্লাস্টিকের প্লেট, চিপসের প‌্যাকেটের মতো বর্জ্রগুলিকে আলাদা করা হয় । তারপর সেগুলি রিসাইকেল করে তৈরি হয় জ‌্যাকেট, বসার চেয়ার, বেঞ্চ । ফিরহাদ হাকিম ফেলে দেওয়া বোতলকে রিসাইকেল করে জ‌্যাকেট বানানো হয়েছে। এই সমস্ত জ‌্যাকেট দেওয়া হবে পুরসভার ঝাড়ুদারদের। 

এছাড়া, যে ১০টি বেঞ্চ তৈরি করা হয়েছে, তাও বসানো হবে । সৌন্দর্যায়নের কাজে লাগানো হবে  । সেরকমই পরিকল্পনা রয়েছে পুরসভার । প্লাস্টিক ফেলে না দিয়ে তা যাতে রিসাইকেল পদ্ধতিতে পুনর্ব্যবহার করা যায়, সেই বার্তা দিতেই বিশেষ উদ্যোগ নিয়েছে ‘ইউনাইটেড ওয়ে মুম্বই’ নামক ওই সংস্থা ।

Eden Gardens

Recommended For You

editorji | খেলা

BGT 20224-25 : প্র্যাকটিস পিচ নিয়ে বক্সিং শুরু ভারত-অস্ট্রেলিয়ার, মেলবোর্নে ম্যাচের আগেই যুদ্ধ

editorji | খেলা

Virat Kohli: পরিবার নিয়ে দেশ ছাড়ছেন বিরাট কোহলি! দাবি শৈশবের কোচ রাজকুমার শর্মার

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত