ফের ‘কড়া’ নির্দেশিকা জারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University), এর আগে ‘বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ’ এর সাইনবোর্ড ঝুলেছিল ৪ নম্বর গেটে। এবার বিশ্ববিদ্যালয়ের তরফে নোটিস দিয়ে জানানো হল, বিশ্ববিদ্যালয়ের ভিতরে মদ্যপান এবং মাদকসেবন একেবারে নিষিদ্ধ। ধরা পড়লে জল আদালত অবধিও গড়াতে পারে বলে দেওয়া হয়েছে হুঁশিয়ারি।
এছাড়াও আরও একটি নোটিসে সাফ বলা হয়, শিক্ষামূলক অনুষ্ঠান ব্যতীত কোনওরকম বাণিজ্যিক কার্যকলাপ যাদবপুরে নিষিদ্ধ। এছাড়াও পরীক্ষা চলাকালীন কোনওপ্রকার লাউডস্পিকার বাজানো যাবে না বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে।
Ceke Mixing:বড়দিনের আগাম সেলিব্রেশন, 'কেক মিক্সিং' শেখানো হল সুভাষ বোস ইন্সটিটিউটের ছাত্রছাত্রীদের
এই নোটিস প্রকাশ্যে আসতেই কার্যত শোরগোল পড়ে গিয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। চেনা ‘যাদবপুর’কে খানিক অচেনা লাগতে শুরু করেছে পড়ুয়াদের। তৈরী হয়েছে চাপানউতর। উল্লেখ্য, চলতি বছরেই ক্যাম্পাসে NCB হানা দিয়েছিল বলে জানা গিয়েছিল, বহিরাগতদের থেকে মাদক উদ্ধার হয়েছিল বলেও শোনা গিয়েছিল। কিন্তু এই নোটিস জারি হতেই ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হচ্ছে বলে আওয়াজ তুলেছেন পড়ুয়াদের একাংশ।