কলকাতায় পৌঁছে গেলেন মোহনবাগান সুপার জায়েন্টসের নতুন বিদেশি জেসন কামিন্স। কাতার বিশ্বকাপ খেলা এই অজি তারকা ইতিমধ্যেই মোহনবাগান সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছে। দুর্ধর্ষ ফর্মে আছেন জেসন। এ লিগে প্রচুর গোল করেছেন। শেষ ম্যাচেও হ্যাট্রিক করে জিতিয়েছেন তাঁর সদ্য প্রাক্তন দল সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে। শুক্রবার রাত তিনটেই কলকাতা বিমানবন্দরে কামিন্সকে বরণ করতে হাজির ছিলেন সবুজ মেরুন সমর্থকরা। অত রাতেও বিমানবন্দরে উঠল 'জয় মোহনবাগান' স্লোগান। ফুটবলের মক্কায় পা রেখেই কামিন্স ময়দানি উত্তাপ টের পেলেন। তাঁর সঙ্গেই শহরে এলেন ফ্লোরেন্টিন পোগবা। গত মরশুমে চোটের জন্য বেশি ম্যাচ খেলতে পারেননি তিনি।
মোহনবাগানের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে কামিন্সের। এ লিগে গত মরশুমে ৪৯ ম্যাচে তিনি করেছেন ৩০ গোল। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে তিন ম্যাচে এক গোল করেছেন। স্কটিশ কাপে পরপর তিনটি মরশুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দুর্লভ রেকর্ড রয়েছে কামিন্সের।
Lionel Messi: প্রত্যাশা পূরণ! মায়ামির অভিষেক ম্যাচেই ফ্রিকিক থেকে গোল মেসির
নটিংহ্যাম ফরেস্ট, রেঞ্জার্সের মতো নামজাদা ইপিএলের ক্লাবে খেলেছেন কামিন্স। পেশাদার ফুটবলে কামিন্সের গোল দেড় শতাধিক।